ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

বন্যা দুর্গত লুইসিয়ানা পরিদর্শন করেছেন ওবামা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৩ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
বন্যা দুর্গত লুইসিয়ানা পরিদর্শন করেছেন ওবামা

ঢাকা: প্রলয়ংকরী বন্যায় বিপর্যস্ত হয়েপড়া যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলীয় রাজ্য লুইসিয়ানা পরিদর্শন করেছেন মাকিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বন্যা দুর্গতদেরকে আশ্বস্ত করে স্থানীয় অধিবাসীদের আগামী মাসে বাড়িঘর পুনর্নির্মাণের সাহায্য করার অঙ্গীকার করেছেন।


 
দেরীতে পরিদর্শনে যাওয়ায় সমালোচনার মুখে ওবামা তার এ সফরে দুর্যোগ পুনরুদ্ধার কর্মসূচিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন।  
 
গত ১৪ আগস্ট থেকে শুরু হওয়া ঝড়-বন্যা-প্লাবনে সেখানে অন্তত ১৩ ব্যক্তির মৃত্যু হয়। বিধ্বস্ত হয় প্রায় ৬০ হাজারের মতো ঘরবাড়ি- বাস্তুচ্যুত হাজার হাজার মানুষকে সরিয়ে অন্যত্র অস্থায়ী আশ্রয়ে নিয়ে যেতে হয়। এখন পর্যন্ত এক লাখ ৬ হাজার মানুষ কেন্দ্রীয় সরকারের কাছে ত্রাণ সহায়তার আবেদন জানিয়েছেন। এছাড়া দুই কোটি ডলার পরিমাণ অর্থ এ পর্যন্ত বিতরণ করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ০৫১৭ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
এসএ/পিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।