ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

এ কী কাণ্ড!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৮ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৬
এ কী কাণ্ড! ছবি: সংগৃহীত

ঢাকা: অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য বাসে করে হাসপাতালে যাচ্ছিলেন রাম সিং লোধি। সঙ্গে ছিলেন তার মা ও পাঁচদিন বয়সী মেয়ে।

কিন্তু পথেই মারা যান অসুস্থ স্ত্রী।

ভেঙে পড়েন রাম সিং ও তার মা। আর অবুঝ শিশুর তো বোঝার কথাই না যে সে কি হারালো।

এরপর রাম সিং ও তার মাকে সান্তনা দেওয়া তো দূরে থাক মৃত স্ত্রী, ছোট শিশু ও বয়স্ক মাসহ রাম সিংকে ঘাড় ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়া হলো বাস থেকে। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্য প্রদেশে।

রোববার (২৮ আগস্ট) স্থানীয় সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।

রাম সিংয়ের মা সুনিয়া বলেন, ক’দিন আগে আমার ছেলের বউয়ের মেয়ে সন্তানের জন্ম হয়। এরপর থেকেই বেশ অসুস্থ ছিলেন তিনি।

তাই ডাক্তার দেখাতে ছেলে, পুত্রবধু ও নাতনিসহ বাসে করে ছাত্তারপুর থেকে দামহোতে যাচ্ছিলেন তারা। পথিমধ্যে ছেলের বউ মারা যায়।
এরপর দামহো থেকে ২০ কিলোমিটার দূরে রাস্তায় জোর করেই তাদের নামিয়ে দেওয়া হয়।

‘বনের মাঝখানেই আমাদের নামিয়ে দেওয়া হয়। সেখান থেকে আশপাশের মধ্যে কোনো বাসস্ট্যান্ড ছিলো না। ছিলো না মানুষজনও,’ বলেন তিনি।

ঘটনা এখানেই থেমে থাকেনি। ঘটনাস্থলে হতবিহ্বল হয়ে প্রায় ২০ মিনিট দাঁড়িয়ে থাকেন রামসিং। এ সময় সেই পথ দিয়ে যাচ্ছিলেন দুইজন আইনজীবী। তারাই বিষয়টি জানান পুলিশকে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশও। কিন্তু কিছু লেখা-লেখি করেই দায়িত্ব শেষ করেছে তারা। একবারের জন্যও অসহায়দের সাহায্যে এগিয়ে আসেনি পুলিশ সদস্যরা।

পরে ট্যাক্সি ডেকে আক্রান্ত পরিবারকে গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন ওই দুই আইনজীবী।

এদিকে ঘটনাটি স্থানীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত হলে ওই বাসসহ এর চালক ও সহযোগীকে আটক করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৬
আরএইচএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।