ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

লস অ্যাঞ্জেলস এয়ারপোর্টে গুলির খবর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৬
লস অ্যাঞ্জেলস এয়ারপোর্টে গুলির খবর ছবি: সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে গুলির খবর ছড়িয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা যায়, খবর পেয়েই এয়ারপোর্টে ছুটে গেছে পুলিশ।

তারা নিরাপদে সরিয়ে দিচ্ছে লোকজনকে।

স্থানীয় সময় রোববার (২৮ আগস্ট) রাতে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সর্ববৃহৎ শহরটির এ গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এয়ারপোর্টে এই গুলি হয় বলে জানানো হচ্ছে। বাংলাদেশ সময় সোমবার (২৯ আগস্ট) সকালে এ খবর দিচ্ছে রুশ সংবাদমাধ্যম আরটি।

আরটি বলছে, গুলির খবর ছড়ানোর পর এয়ারপোর্টের টার্মিনাল ১, ৫ ও ৭ নম্বর থেকে জরুরি নম্বরে কল আসতে থাকে। সেসসময় জানা যায়, এয়ারপোর্টের ৬ নম্বর টার্মিনালের শৌচাগারে লোকজন আটকে পড়েছে।

বিভিন্ন মাধ্যমে খবর ছড়ায়, এয়ারপোর্টের ৮ নম্বর টার্মিনালে গুলির ঘটনা ঘটেছে। আবার কিছু মাধ্যম জানায়, গুলি চালানো হয়েছে ৮ নম্বর টার্মিনালের ফুড কর্নারে। সেখানে সক্রিয় রয়েছে পুলিশসহ নিরাপত্তা বাহিনী।

বাংলাদেশ সময়: ১০০১ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৬/আপডেট ১১২৪ ঘণ্টা
জেডএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।