ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

নরওয়েতে বজ্রপাতে মারা গেছে ৩ শতাধিক হরিণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
নরওয়েতে বজ্রপাতে মারা গেছে ৩ শতাধিক হরিণ ছবি: সংগৃহীত

ঢাকা: নরওয়ের হার্ডেনজিভিডা ন্যাশনাল পার্কে বজ্রপাতে তিন শতাধিকেরও বেশি বলগা হরিণ মারা গেছে।  

মঙ্গলবার (৩০ আগস্ট) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, শুক্রবার (২৬ আগস্ট) এ বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ৭০টি বাচ্চা হরিণসহ অন্তত ৩২৩টি বলগা হরিণ মারা যায়।  

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, মৃত হরিণগুলো একই স্থানে পড়ে রয়েছে।  

নরওয়ের পরিবেশ বিষয়ক কর্মকর্তা জরতান জানান, শুক্রবার স্থানটিতে বেশ কয়েকটি বজ্রপাতের শব্দ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে বজ্রপাতের সময় হরিণগুলো একত্রিত হয়েছিল। তাই একই সঙ্গে এতোগুলো হরিণ মারা যায়।

এ রকম দুঃখজনক ঘটনা এবারই প্রথম ঘটলো বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।