ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ফ্রাঙ্কফুট বিমানবন্দরে বোমা আতঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
ফ্রাঙ্কফুট বিমানবন্দরে বোমা আতঙ্ক

ঢাকা: জার্মানির ফ্রাঙ্কফুট বিমানবন্দরে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বোমা বিস্ফোরণের আশঙ্কায় সড়িয়ে নেওয়া হচ্ছে সেখানে অবস্থানরত যাত্রীদের।

বুধবার (৩১ আগস্ট) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে বাংলাদেশ সময় দুপুরে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

কর্তৃপক্ষ জানায়, বিমানবন্দরে বোমা সদৃশ কিছু একটা দেখা গেছে। এতে সেখানে অবস্থানরত যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফলে আতঙ্কিত যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে।

ফ্রাঙ্কফুট বিমানবন্দরের একটি বোমা স্কোয়াড বিষয়টি খতিয়ে দেখছে।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
আরএইচএস/টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।