ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

মালয়েশিয়ায় প্রথম জিকা আক্রান্ত শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৬
মালয়েশিয়ায় প্রথম জিকা আক্রান্ত শনাক্ত

ঢাকা: সিঙ্গাপুরের পর এবার পাশ্ববর্তী মালয়েশিয়ায় জিকা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। আক্রান্ত ব্যক্তি একজন নারী।

তিনি সম্প্রতি তিনদিন সিঙ্গাপুর সফর করেছেন বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, পরীক্ষায় ওই নারীর শরীরে জিকার জীবাণু পজেটিভ পাওয়া যায়। কয়েকদিন ধরে জ্বর ও শরীরে বিভিন্ন লক্ষণ ফুটে উঠলে তার মূত্র পরীক্ষায় বিষয়টি শনাক্ত হয়।  
 
এছাড়া সিঙ্গাপুর অবস্থানরত ওই নারীর মেয়ের শরীরেও জিকা ভাইরাস পজেটিভ পাওয়ার কথা জানিয়েছেন মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী সুব্রামানিয়াম।

এদিকে সিঙ্গাপুরে এখন পর্যন্ত ১১৫ জন জিকা রোগী শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ৬ জন বাংলাদেশি ছাড়াও ২১ জন চীনা, ১৩ জন ভারতীয় নাগরিক রয়েছেন।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত বছর প্রথম ভাইরাসটির অস্তিত্ব মেলে, পরে যা মহামারি আকারে আমেরিকায় ছড়িয়ে পড়ে। ভাইরাসটির কারণে ব্রাজিলে অন্তত ১৮শ’ শিশু শরীরে জটিলতা নিয়ে জন্ম হয়।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।