ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে গুলিতে নিহত ১ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৬
যুক্তরাষ্ট্রে গুলিতে নিহত ১ 

ঢাকা: যুক্তরাষ্ট্রের দু’টি অঙ্গরাজ্যে ফের গুলির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের গুলিতে অন্তত একজন নিহত হয়েছেন।

আর গুলিবিদ্ধ হয়েছেন এক জন। আহত হয়েছেন পুলিশ কর্মকর্তাসহ কয়েকজন।

স্থানীয় সময় বুধবার (৩১ আগস্ট) মধ্যরাতে দেশটির জর্জিয়া এবং ওহাইও অঙ্গরাজ্যে এ দুটি গুলির ঘটনা ঘটে।  

খবরে বলা হয়, ওহাইওর লুকাস কাউন্টির সলভিনিয়া শহরে গুলিতে একজন গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের আনার চেষ্টা চালালে এক পুলিশ কর্মকর্তা আহত হন।  

এদিকে, জর্জিয়া রাজ্যের দেকাব কাউন্টিতে গুলিতে একজন নিহত হয়েছেন।  

আক্রমনকারীদের বিষয়ে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৬
আরএইচএস/টিআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।