ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

পেশোয়ারে ছিটমহলে হামলা, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৬
 পেশোয়ারে ছিটমহলে হামলা, নিহত ৫

ঢাকা: পাকিস্তানের পেশোয়ারে একটি খ্রিস্টান ছিটমহলে জঙ্গি হামলায় একজন বেসামরিক লোকসহ পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজনই হামলাকারী।

শুক্রবার (০২ সেপ্টেম্বর) দেশটির সেনাবাহিনীর এক মুখপাত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

খবরে বলা হয়, হামলার ঘটনায় দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান চালালে চার আত্মঘাতী হামলাকারী নিহত হয়েছেন। নিহতদের শরীরে বোমা বাঁধা ছিলো এবং হাতে অস্ত্র দেখা যায়।

দেশটির আন্তঃবাহিনীর জনসংযোগ কর্মকর্তা আসিম বাজয়া জানান, খ্রিস্টান ছিটমহলে নিহত চারজনই আত্মঘাতী হামলাকারী ছিলেন। এখন ওই এলাকায় জঙ্গিদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি জানান, শুক্রবার সকাল ৬টা থেকে জঙ্গিদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের গুলির ঘটনা ঘটে। এরআগে হামলাকারীরা ‘সুইসাইড ভেস্ট’ পড়ে ছিটমহলে প্রবেশ করে।

এদের মধ্যে দুইজন আত্মঘাতী হামলা চালানোর সময় এবং অপর দুইজন আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলাকালে নিহত হন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৬/আপডেট: ১২০৬ ঘণ্টা

আরএইচএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।