ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানের আদালত প্রাঙ্গণে বোমা হামলায় নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৬
পাকিস্তানের আদালত প্রাঙ্গণে বোমা হামলায় নিহত ১২

ঢাকা: পাকিস্তানের মারদান জেলার একটি আদালত প্রাঙ্গণে আত্মঘাতী বোমা হামল‍ায় ১২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন প্রায় অর্ধশত বেসামরিক লোক।

শুক্রবার (০২ সেপ্টেম্বর) সকালে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো। পেশোয়ারে খ্রিস্টান ছিটমহলে জঙ্গি হামলার কয়েক ঘণ্টা পর এ হামলার ঘটনা ঘটলো।

খবরে বলা হয়, হামলাকারী ওই আদালত প্রাঙ্গণের গেট দিয়ে ঢুকে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেন। প্রাথমিকভাবে হামলার কারণ ও হামলাকারীর পরিচয় জানা যায়নি।

হামলায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

** এবার পাকিস্তানের আদালত প্রাঙ্গণে বোমা হামলা

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৬
আরএইচএস/টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।