ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

নর্থ ক্যারোলিনার দিকে এগুচ্ছে হারিকেন হারমাইন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৬
নর্থ ক্যারোলিনার দিকে এগুচ্ছে হারিকেন হারমাইন

ঢাকা: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে আঘাত হানার পর নর্থ ক্যারোলিনার দিকে এগুচ্ছে হারিকেন হারমাইন।

শনিবার (০৩ সেপ্টেম্বর) ন্যাশনাল হারিকেন সেন্টারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

এর আগে শুক্রবার (০২ সেপ্টেম্বর) হারিকেনটি ফ্লোরিডায় আঘাত হানে। এতে একজন নিহত হন।  

এছাড়া হারিকেন হারমাইনের আঘাতে ফ্লোরিডার বেশকয়েকটি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে তিন লাখের বেশি ব্যবসা প্রতিষ্ঠান।

হারিকেন হারমাইনের কারণে জর্জিয়া মেরিল্যান্ড ও ভার্জিনিয়াতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৬
আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।