ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে বাস-জ্বালানি ট্যাঙ্কার সংঘর্ষে নিহত ৩৫

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৬
আফগানিস্তানে বাস-জ্বালানি ট্যাঙ্কার সংঘর্ষে নিহত ৩৫

ঢাকা: আফগানিস্তানে বাস ও জ্বালানি ট্যাঙ্কারের মধ্যে সংঘর্ষে অন্তত ৩৫ জনের প্রাণহানি হয়েছে। এতে আহত হয়েছেন আরো অন্তত ২৫ জন।

দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ জাবুলে রোববার (০৪ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনার খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। নিহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও পুরুষ রয়েছে।

সংঘর্ষের পর বিস্ফোরণের ঘটনায় অধিকাংশ মরদেহ পুড়ে যাওয়ায় পরিচয় শনাক্তে সমস্যা হচ্ছে। আসন্ন ঈদ-উল আযহার ছুটি উদযাপনে তারা কাবুল যাচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

অনিয়ন্ত্রিত ড্রাইভিংকে দুর্ঘটনার মূল কারণ বলে উল্লেখ করেছেন আফগান পুলিশ।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।