ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

তেল আবিবে ভবন ধস, বহু আটকা পড়ার আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৬
তেল আবিবে ভবন ধস, বহু আটকা পড়ার আশঙ্কা

ঢাকা: ইসরায়েলের তেল আবিবে নির্মাণাধীন চারতলা একটি ভবন ধসের ঘটনা ঘটেছে। এতে ভবনটিতে বহু মানুষ আটকা পড়ার আশঙ্কা করা হচ্ছে।

তেল আবিবের পাশ্ববর্তী রামাত হাচায়েল নামক স্থানে সোমবার (০৫ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক জানা গেছে। তবে কোনো ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি।  

কোনো কোনো সংবাদমাধ্যম ৬ জন আহত ও অন্তত ২০ জন নিখোঁজের খবর জানিয়েছে।

ঘটনাস্থলের উদ্দেশ্যে পুলিশ রওনা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। আটকাপড়ারা নির্মাণাধীন ভবনটির শ্রমিক বলে বিভিন্ন সংবাদমাধ্যম বলছে।  

পরবর্তীতে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে ওই এলাকার আশপাশের মানুষদের ধসে পড়া ভবনের রাস্তার পাশ থেকে সরে যেতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৬
জেডএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।