ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

জেটব্লু প্লেনের কম্বলে আগুন ‘দেওয়ায়’ নারী আটক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৬
জেটব্লু প্লেনের কম্বলে আগুন ‘দেওয়ায়’ নারী আটক

ঢাকা: যুক্তরাষ্ট্রের জেটব্লু এয়ারওয়েজের একটি প্লেনের কম্বলে আগুন দেওয়ায় এক নারী যাত্রীকে আটক করা হয়েছে। ওই নারী জেটব্লু’র ৭৩৫ নম্বর ফ্লাইটের দু’টি কম্বলে আগুন ধরিয়ে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) তাকে আটক করা হলেও বুধবার (৭ সেপ্টেম্বর) সে ঘোষণা দেয় মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।

তাদের দেওয়া বিবৃতির বরাত দিয়ে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে। বিবৃতিতে ওই নারীর নাম ইদিয়ালিজ গোমেজ বলে জানানো হচ্ছে।

সংবাদমাধ্যম জানায়, যুক্তরাষ্ট্রের স্বল্প খরচের এয়ারলাইন্স জেট ব্লু’র ওই প্লেনটি সেসময় নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্কজাতিক বিমানবন্দরে অবস্থান করছিল। এটি পুয়ের্তো রিকোর উদ্দেশে ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলো। এ সময় ইদিয়ালিজ দু’টি কম্বলে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে আটক করেন এফবিআই সদস্যরা।  

তবে তিনি কেন আগুন ধরিয়েছিলেন অথবা এটা নাশকতা ছিল কিনা সে বিষয়ে জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৬
আরএইচএস/এইচএ/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।