ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

তানজানিয়ায় ভূমিকম্পে ২৬ জনের প্রাণহানি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৬
তানজানিয়ায় ভূমিকম্পে ২৬ জনের প্রাণহানি

ঢাকা: পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায় ভূমিকম্পে কমপক্ষে ২৬ জনের প্রাণহানি হয়েছে। এতে আহত হয়েছেন দুই শতাধিক।

উগান্ডা ও রুয়ান্ডার সীমান্তবর্তী লেক ভিক্টোরিয়ার কাছাকাছি ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৭। পার্শ্ববর্তী কেনিয়ার পশ্চিমাঞ্চলের বাসিন্দারাও এর তীব্রতা অনুভব করেন।

ভূমিকম্পে তানজানিয়ার বুকোবা শহরের বেশ কয়েকটি ভবনে ফাটল দেখা দিয়েছে। শহরটিতে ৭০ হাজার ‍বাসিন্দার বাস।  

তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

স্থানীয় সময় শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৩টা ২৭ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১০ মাইল।  

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।