ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

প্রেসিডেন্ট রিগ্যান হত্যা চেষ্টাকারী হিঙ্কলি ৩৫ বছর পর মুক্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৬
প্রেসিডেন্ট রিগ্যান হত্যা চেষ্টাকারী হিঙ্কলি ৩৫ বছর পর মুক্ত

ঢাকা: সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান হত্যার চেষ্টায় গ্রেফতার জন হিঙ্কলি জুনিয়র ৩৫ বছর পর মুক্তি পেয়েছেন। মানসিক হাসপাতাল থেকে তার ছাড়া পাওয়ার খবরটি জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

১৯৮১ সালে ওয়াশিংটনে একটি হোটেলের সামনে রিগ্যান ও তার তিন সহযোগী গুলিবিদ্ধ হন।  

ওই ঘটনায় গ্রেফতার হিঙ্কলি আদালতে মানসিক বিকারগ্রস্ত প্রমাণিত হলে তাকে চিকিৎসার জন্য ওয়াশিংটন হাসপাতালে পাঠানো হয়।

গত জুলাইয়ে এক বিচারক হিঙ্কলিকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়ে বলেন, ৬১ বছর বয়সী হিঙ্কলি এখন আর নিজের কিংবা জনগণের হুমকির কারণ নন।

সম্প্রতি বিশেষ শর্তে ভার্জিনিয়ায় মায়ের বাড়িতে ১৭ দিন অতিবাহিত করেন হিঙ্কলি।  
 
ধারণা করা হয়, হলিউড অভিনেত্রী জোডি ফস্টারের প্রতি আসক্তি থেকে তাকে প্রভাবিত করতে প্রেসিডেন্ট রিগ্যানকে গুলি করেছিলেন হিঙ্কলি।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৬
জেডএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।