ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় বিমান হামলায় ২০ আইএস সদস্য নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৬
সিরিয়ায় বিমান হামলায় ২০ আইএস সদস্য নিহত

ঢাকা: সিরিয়ার উত্তরে বিমান হামলায় আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) ২০ সদস্য নিহত হয়েছেন। তুরস্কের সেনাবাহিনী ওই হামলা চালায় বলে জানিয়েছে ‍আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

আইএস সদস্যদের একটি গ্রুপ অবস্থান করছে বিষয়টি নিশ্চিত হওয়ার পর তিনটি ভবনে বিমান হামলা চালানো হয়। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে চিফ অব জেনারেল স্টাফ অফিস।  

হামলায় একটি গাড়ি ও মোটরসাইকেল ধ্বংস হয়েছে বলেও জানিয়েছে সংবাদমাধ্যম।

এদিকে ঈদ-উল আজহা উপলক্ষে টেলিভিশনে দেওয়া এক ভাষণে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, জনগণের নিরাপত্তার জন্য হুমকি আইএসকে নিশ্চিহ্ন করাই প্রাথমিক দায়িত্ব।

বাংলাদেশ সময়: ০৯০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।