ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

বিজেপি থেকে পদত্যাগ করলেন সিধু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৬
বিজেপি থেকে পদত্যাগ করলেন সিধু

ঢাকা: ভারতীয় জনতা পার্টি (বিজেপি) থেকে পদত্যাগ করেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার, ধারাভাষ্যকার, রাজনীতিবিদ নভজ্যোৎ সিং সিধু।

বুধবার (১৪ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যমগুলো এ খবর জানিয়েছে।

এর আগে গত জুলাইয়ে ভারতের রাজ্যসভার এমপি পদ থেকে পদত্যাগ করেন সিধু।

গত সপ্তাহে নতুন দল গঠনের কথা জানান ৫২ বছর বয়সী এ রাজনীতিবিদ। ‘আওয়াজ-ই-পাঞ্জাব’ দলের প্রধানের দায়িত্ব নেবেন তিনি।  

যদিও বেশ কয়েকদিন ধরে গুঞ্জন চলছিল যে, আম আদমি পার্টিতে (এএপি) যোগ দিতে যাচ্ছেন সিধু।  

ধারণা করা হচ্ছে, ২০০৯ সালে অমৃতসর লোকসভা আসনে জয়ের পরও ২০১৪ সালে সেখানে অরুণ জেটলিকে প্রার্থী করে বিজেপি। এতে ক্ষুব্ধ হন সিধু।  

বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।