ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

অতিরিক্ত ব্যবহারে জি-মেইলে বিঘ্ন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৬
অতিরিক্ত ব্যবহারে জি-মেইলে বিঘ্ন

ঢাকা: যুক্তরাষ্ট্র ও ইউরোপে অতিরিক্ত ব্যবহারের কারণে জি-মেইল সেবায় বিঘ্ন দেখা দিয়েছে। সারা বিশ্বজুড়ে মুক্ত ইন্টারনেটভিত্তিক সেবা জি-মেইল বহুল ব্যবহৃত হয়।

এ বিঘ্ন সৃষ্টি হওয়াতে লাখ-লাখ সেবা গ্রহীতা জে-মেইল সেবা নিয়ে বিড়ম্বনায় পড়েছেন।  

বুধবার (১৪ সেপ্টেম্বর) প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সময় অনুযায়ী সকাল ৮টা ১৬ মিনেটে এ বিঘ্ন সৃষ্টি হয় বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়।

জি-মেইলের ব্যাপক ব্যবহারের ফলেই এই নাজুক পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানায় ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগল।

গুগল তাদের অ্যাপস স্ট্যাটাস ড্যাসবোর্ডে জানায়, আমরা জি-মেইলের বিষয়টি তদন্ত করছি। খুব দ্রুত এ বিষয়ে আমরা আরও তথ্য সরবরাহ করবো।

এটি শুধু জি-মেইল ব্যবহারকারীদের প্রভাব ফেলেছে বলেও জানায় গুগল।

বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৬/আপেডট: ২২৩০ ঘণ্টা
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।