ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

বাংলাদেশি ইমাম হত্যায় যুক্তরাজ্যে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৬
বাংলাদেশি ইমাম হত্যায় যুক্তরাজ্যে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

ঢাকা: বাংলাদেশি বংশোদ্ভূত ইমাম জালাল উদ্দিনকে (৭১) হত্যার দায়ে যুক্তরাজ্যে মোহাম্মেদ হোসেন সাঈদী (২১) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবর থেকে শরিবার (১৭ সেপ্টেম্বর) এ তথ্য জানা যায়।

 শুক্রবার দেশটির আদালত ওই যুবককে এ সাজা দেন।  দণ্ডপ্রাপ্ত যুবক মোহাম্মেদ হোসেন সাঈদীকে ২৪ বছর কারা ভোগ করতে হবে।

খবরে বলা হয়, প্রায় দেড় দশক আগে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যের রচডেলে বসবাস শুরু করেন জালাল উদ্দিন। সেখানে তিনি অসুস্থতা বা রোগ ভালো করতে লোকজনকে তাবিজ-কবজ দিতেন। এতে ওই এলাকায় তিনি বেশ পরিচত হয়ে উঠেন। যেটিকে ইসলামবিরোধী কর্মকাণ্ড অখ্যা দিয়ে তাকে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডের পেছনে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আইএসের আদর্শ কাজ করেছে বলে ধারণা করা হয়।

গত ১৮ ফেব্রুয়ারি স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির ম্যানচেস্টারের রচডেলে সাউথ স্ট্রিট পার্কে হামলার শিকার হন জালাল উদ্দিন। তার বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার সৎপুর গ্রামে। তিনি ২০০২ সালে যুক্তরাজ্যের রচডেলে গিয়ে স্থানীয় একটি মসজিদে ইমামের দায়িত্ব নিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৬
টিআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।