ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় সেনা নিহতের ঘটনায় মার্কিন প্রশাসনের দুঃখ প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৬
সিরিয়ায় সেনা নিহতের ঘটনায় মার্কিন প্রশাসনের দুঃখ প্রকাশ

ঢাকা: সিরিয়ার পূর্বাঞ্চলে দেশটির সেনাবাহিনীর স্থাপনায় বিমান হামলায় দুঃখ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ ঘটনাকে তারা অনিচ্ছাকৃত বলেও আখ্যা দিয়েছে।

বাংলাদেশ সময় শনিবার (১৭ সেপ্টেম্বর) দিনগত রাতে ওবামা প্রশাসনের পক্ষ থেকে এক ব্যাখ্যায় তুলে ধরা হয়, ভুলবশত প্রাণহানির ঘটনা ঘটেছে। যা কাম্য নয়। এ নিয়ে তারা অনুতপ্ত।

মার্কিন জোটের এই হামলায় আন্তত ৬০ জন নিহতের অভিযোগ তুলেছে রাশিয়া ও সিরিয়া। তারা বলছে, প্রাথমিকভাবে যে ৩০ জন মৃতের কথা বলা হচ্ছে তা সঠিক নয়। হামলায় অন্তত ৬০ জন সিরিয়ান সেনাবাহিনী সদস্য নিহত হয়েছেন।

***সি‌রিয়ায় বিমান হামলায় ৩০ সৈন্য নিহত

বাংলাদেশ সময়: ০৫২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।