ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

চেলসিতে বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ড, আহত ২৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৬
চেলসিতে বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ড, আহত ২৯ ছবি: সংগৃহীত

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির অদূরে চেলসি ডিস্ট্রিক্টে বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বাংলাদেশ সময় রোববার (১৮ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে।

দেশটির ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট থেকে বলা হচ্ছে, এ ঘটনায় এখন পর্যন্ত ২৯ জন আহত হয়েছেন। এছাড়া ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন।

আরও পড়ুন: বোমা বিস্ফোরণের শঙ্কায় ডগ স্কোয়াডের অনুসন্ধান

তবে কেন, কী কারণে অগ্নিকাণ্ড ঘটেছে তা প্রাথমিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তাদের একাধিক ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের আরেক অঙ্গরাজ্য নিউ জার্সিতে এই ঘটনার কিছু সময় আগে বিস্ফোরণ ঘটেছে। তবে এতে কোনো আহতের খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ০৭৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৬/আপডেট ০৭৪৬
আইএ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।