ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

কঙ্গোর প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুতের চেষ্টা, সংঘর্ষে নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৬
কঙ্গোর প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুতের চেষ্টা, সংঘর্ষে নিহত ১৭

ঢাকা: কঙ্গোর প্রেসিডেন্ট পদ থেকে জোসেফ কাবিলাকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে রাজধানী কিনশাসাতে বিক্ষোভ শুরু করেছে বিরোধীদলের সমর্থকরা। এতে দেশটির পুলিশ ও বিরোধীদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

 

সংঘর্ষে তিন পুলিশ সদস্যসহ নিহত হয়েছেন অন্তত ১৭ জন। এ ঘটনায় বেশকয়েকজন আহত হওয়া ছাড়াও আটক করা হয়েছে ১০ জনকে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

দেশটির সরকারদলীয় এক মুখপাত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়, সোমবার আন্দোলনকারীরা কিনশাসা’র প্রধান সড়কে নেমে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এসময় তারা বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।  

বিরোধীদলের নেতাদের দাবি, বর্তমান প্রেসিডেন্ট জোসেফ কাবিলা আরও বেশিদিন ক্ষমতায় থাকার পায়তারা করছেন। তাই তিনি পরবর্তী নির্বাচনের সময় পিছিয়ে নিচ্ছেন।

সম্প্রতি অনুষ্ঠিত দেশটির সধারণ নির্বাচনে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন জোসেফ কাবিলা। কিন্তু এর পরপরই নির্বাচন সুষ্ঠু হয়নি দাবি করে বিক্ষোভে শুরু করে দেশটির বিরোধী দলের সমর্থকরা।  

এদিকে চলমান এ সংকটে দেশটির রাজধানী কিনশাসাতে অবস্থিত স্কুল কলেজের পাশাপাশি বন্ধ রয়েছে স্থানীয় দোকানপাটগুলো।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৬
আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।