ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় ত্রাণ বিতরণ স্থগিতের ঘোষণা জাতিসংঘের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৬
সিরিয়ায় ত্রাণ বিতরণ স্থগিতের ঘোষণা জাতিসংঘের

ঢাকা: ত্রাণবাহী বহরে হামলার ঘটনায় সিরিয়ায় সব ধরনের ত্রাণ বিতরণ স্থগিতের ঘোষণা দিয়েছে জাতিসংঘ। হামলার একদিনের মাথায় এ ঘোষণা দেওয়া হলো।

জাতিসংঘের এক কর্মকর্তা জানান, ঠিক যে মুর্হূতে সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করা হচ্ছিল সে মুহূর্তেই হামলার ঘটনা ঘটলো।  

সোমবার (১৯ সেপ্টেম্বর) রাতে আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি এলাকার কাছে হামলার ঘটনার শিকার হয় ত্রাণবাহী গাড়িবহর। বহরে অন্তত ৭৮ হাজার মানুষের জীবন রক্ষাকারী প্রয়োজনীয় পণ্য ছিল।  

এদিকে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে জাতিসংঘ ও মার্কিনযুক্তরাষ্ট্র। বহরের ৩১টি গাড়ির মধ্যে ১৭টিই ক্ষতিগ্রস্ত হয়।

হামলায় ত্রাণ কাজে নিয়োজিত অন্তত ১২ জন কর্মী নিহত হন বলে জানিয়েছে সিরিয়া পরিস্থিতি পর্যবেক্ষণরত মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক একটি মানবাধিকার সংস্থা।

এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কেউ, বহরে হামলাটি বিমান নাকি মিসাইল সে বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।