ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

আলেপ্পোয় ক্লিনিকে বিমান হামলায় নিহত চার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৬
আলেপ্পোয় ক্লিনিকে বিমান হামলায় নিহত চার

ঢাকা: সিরিয়ার আলেপ্পোর কাছে একটি গ্রামে ক্লিনিকে বিমান হামলার ঘটনায় অন্তত চারজন নিহতের খবর পাওয়া গেছে।

বুধবার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

এতে ওই ক্লিনিকের একজন নার্স গুরুতর আহত হয়েছেন।

জানা যায়, প্রতিদিনের মতো ক্লিনিকে কার্যক্রম চলছিল, এমন সময় হামলায় চারজনের মৃত্যু হয়েছে।

ক্লিনিক কর্তৃপক্ষ আহমেদ ডিবাস জানান, ভবনটি তিনতলা বিশিষ্ট। বোমা মারার সময় প্রায় প্রতিটি তলাতেই ধস নামে। এ ঘটনায় ঠিক আরও কতজন মারা যাবেন সেটি এখনই বলা যাচ্ছে না।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।