ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইয়েমেনে সৌদি বিমান হামলায় ২০ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৬
ইয়েমেনে সৌদি বিমান হামলায় ২০ জন নিহত

ঢাকা: ইয়েমেনের বন্দর নগরী হোদেইদাতে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ২০ বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে বলে জানা যায়।

বিদ্রোহী সংগঠন হুথির বিরুদ্ধেই মূলত বিমান হামলা চালায় সৌদি জোট। তবে এতে বেসামরিক এই মানুষের মৃত্যু হয়েছে।

১৯৯০ সালে উত্তর ও দক্ষিণ ইয়েমেন এক দেশে পরিণত হয় এবং ঐক্যবদ্ধ ইয়েমেনের আত্মপ্রকাশ ঘটে। তবে সহিংস গৃহযুদ্ধে অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করে আরব দুনিয়ার জনসংখ্যাবহুল এই দেশটিতে। শিয়া ধর্মাবলম্বী জাইদি সম্প্রদায়ের লোকজন ওই অঞ্চলে বসবাস করে। যারাই মূলত হুথি হিসেবে পরিচিত। কালের পরিক্রমায় তারা আজ বিদ্রোহী।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।