ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

হেকমতিয়ারের সঙ্গে আফগান সরকারের শান্তিচুক্তি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৬
হেকমতিয়ারের সঙ্গে আফগান সরকারের শান্তিচুক্তি

ঢাকা: আফগানিস্তানের সশস্ত্র গোষ্ঠী হিজব-ই-ইসলামির সঙ্গে শান্তিচুক্তি করেছে দেশটির সরকার।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দেশটির কাবুল শহরে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি অনুযায়ী আফগানিস্তানের সশস্ত্র গোষ্ঠীটি দেশটির সরকারবিরোধী সব কার্যকলাপ থেকে বিরত থাকার পাশাপাশি সংবিধান মেনে চলার প্রতিশ্রুতি দেয়।

বিনিময়ে হিজব-ই-ইসলামির নেতা এবং ৯০ শতকের দেশটির সাবেক প্রধানমন্ত্রী গুলবুদ্দিন হেকমতিয়ারকে সব ধরনের অভিযোগ থেকে অব্যাহতি দিতে হবে।  সেই সঙ্গে গোষ্ঠীর বন্দিদের মুক্তি দিতে হবে।

সরকারের উচ্চ শান্তি পরিষদের প্রধান সৈয়দ আহমেদ গিলানি বলেন, আশা করি এই চুক্তির মাধ্যমে দেশে স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠা হতে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৬

আরএইচএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।