ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইয়াহুর ৫০ কোটি গ্রাহকের তথ্য চুরি করেছে হ্যাকাররা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৬
ইয়াহুর ৫০ কোটি গ্রাহকের তথ্য চুরি করেছে হ্যাকাররা

ঢাকা: সার্চ ইঞ্জিন ও বিনামূল্যে ই-মেইল সেবাদাতা প্রতিষ্ঠান ইয়াহুর প্রায় ৫০ কোটি গ্রাহকের তথ্য চুরি করেছে হ্যাকাররা। তবে ইয়াহু জানিয়েছে ঘটনাটি ঘটে ২০১৪ সালে।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে ইয়াহু জানায়, হ্যাকাররা শুধুমাত্র গ্রাহকের নাম, ই-মেইল ঠিকানা, মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড চুরি করেছে।  

ঘটনাটিকে ইতিহাসের সবচেয়ে বড় সাইবার হামলার ঘটনা উল্লেখ করে ইয়াহু জানিয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা তদন্ত করছে।  

ইন্টারনেটভিত্তিক এই প্রতিষ্ঠানটির দাবি, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এ হামলার ঘটনাটি ঘটানো হয়েছে।

২০১৪ থেকে যারা ইয়াহুর পাসওয়ার্ড পরিবর্তন করে নাই সেইসব গ্রাহককে পাসওয়ার্ড পরিবর্তন করতে বলেছে ইয়াহু।

বাংলাদেশ সময়: ০৮৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৬
আরএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।