ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

থালা নেই, হাসপাতালের মেঝেতেই খেতে হলো রোগীকে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৬
থালা নেই, হাসপাতালের মেঝেতেই খেতে হলো রোগীকে ছবি: দৈনিক ভাস্কর/ সংগৃহীত

ঢাকা: ভারতের ঝাড়খন্ড রাজ্যের রাঁচি শহরের বাসিন্দা পালমতি দেবী। হাত ভেঙে যাওয়ায় গেলেন স্থানীয় একটি সরকারি হাসপাতালে।

চিকিৎসার জন্য তাকে ভর্তি করা হলো অর্থোপেডিক ওয়ার্ডে।

কিন্তু সব ঠিক থাকলেও বিপত্তি বাধে দুপুরের খাবার খেতে গিয়ে। নিজেস্ব কোনো থালা না থাকায় তাকে খেতে দেওয়া হয় হাসপাতালের নোংরা মেঝেতে।  

সম্প্রতি অমানবিক এ ঘটনাটি ঘটেছে সেখানকার সবচেয়ে বড় সরকারি হাসপাতাল রাঁচি ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সস- এ।

স্থানীয় সংবাদমাধ্যম ‘দৈনিক ভাস্কর’কে পালমতি দেবী জানান, তিনি খাবার খাওয়ার জন্য থালা চাইলে হাসপাতালের এক বাবুর্চি তার সঙ্গে দুর্ব্যবহার ব্যবহার করেন। পরে তাকে হাসপাতালের মেঝ পরিষ্কার করতে বলা হয় এবং সেখানেই খাবার দেওয়া হয়। তাকে খেতেও বাধ্য করা হয়।

খাবার হিসেবে দেওয়া হয়, ভাত, ডাল এবং সবজি জাতীয় তরকারি।

এদিকে প্রতিবেদনটি প্রকাশ হওয়ার পর সমলোচনার ঝড় বইছে রাজ্যটিতে। এতে টনক নড়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের।  

হাসপাতালটির পরিচালক বিএল শেরআল বলেন, সাধারণত এই ধরনের ঘটনা ঘটে না। তবে বিষয়টি আমরা তদন্ত করছি।  

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৬
আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।