ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে নদীতে যাত্রীবাহী বাস, নিহত ২৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৬
পাকিস্তানে নদীতে যাত্রীবাহী বাস, নিহত ২৪

ঢাকা: পাকিস্তানের উত্তর মুজাফরাবাদে চলন্ত যাত্রীবাহী বাস পার্শ্ববর্তী নদীতে পড়ে অন্তত ২৪ জন নিহত হয়েছেন।  

শনিবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো।

আসলাম খান নামে পুলিশের ওই কর্মকর্তা জানান, স্থানীয় সময় শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া বেশ কয়েকজন নিখোঁজ থাকায় এখনো উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।  

এ ঘটনায় জীবিত উদ্ধার এক ব্যক্তি জানান, বাসটি ২৫ জন যাত্রী নিয়ে দ্রুত গতিতে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে পাশে থাকা নেলুম নদীতে পড়ে যায় বাসটি।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৬
আরএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।