ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

বাল্টিমোরে অস্ত্রধারীদের হামলায় গুলিবিদ্ধ ৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৬
বাল্টিমোরে অস্ত্রধারীদের হামলায় গুলিবিদ্ধ ৮

ঢাকা: যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরে অস্ত্রধারীদের গুলিতে এক শিশুসহ অন্তত ৮জন গুলিবিদ্ধ হয়েছেন।

স্থানীয় হাসপাতালে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

রোববার (২৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

বাল্টিমোর পুলিশের গণসংযোগ বিভাগের প্রধান টিজে স্মিথ জানান, হামলার সময় তিন অস্ত্রধারী অংশ নেয়। প্রাথমিকভাবে হামলার কারণ বা উদ্দেশ্য জানা না গেলেও তাদের খোঁজা হচ্ছে।

এদিকে আহতদের কারো অবস্থা গুরুতর নয় বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৯০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৬
আরএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।