ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

অপারেশনাল প্রস্তুতি দেখতে সীমান্তে ভারতীয় সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৬
অপারেশনাল প্রস্তুতি দেখতে সীমান্তে ভারতীয় সেনাপ্রধান জেনারেল দালবির সিং সুহাগ

ঢাকা: সেনাবাহিনীর উত্তরাঞ্চলের কমান্ড (নর্দার্ন কমান্ড) পরিদর্শন করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল দালবির সিং সুহাগ। সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় (লাইন অব কন্ট্রোল) পাকিস্তানের সঙ্গে উত্তেজনার প্রেক্ষিতে সামরিক বাহিনীর প্রস্তুতি দেখতে শনিবার (১ অক্টোবর) নর্দার্ন কমান্ডের সদরদফতরে গেছেন তিনি।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এ খবর দিয়েছে। গত ২৮ সেপ্টেম্বর রাতে পাকিস্তানের ভূ-খণ্ডের ভেতরে ঢুকে ৭টি জঙ্গি ঘাঁটিতে সার্জিক্যাল স্ট্রাইক (সুনির্দিষ্ট টার্গেটে হামলা) চালায় এ নর্দার্ন কমান্ড। তিন দিনের মাথায় কমান্ডটির সদরদফতরে গেলেন সেনাপ্রধান।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, জেনারেল সুহাগ সকালেই নর্দার্ন কমান্ডের সদরদফতরে আসেন। এরপর তিনি নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন কাশ্মীর সীমান্তে অপারেশনাল প্রস্তুতি ও অন্যান্য পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠকে সেনাপ্রধান নর্দার্ন কমান্ডকে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ সফলভাবে পরিচালনার জন্য অভিনন্দন জানান এবং অভিযানে অংশ নেওয়া কমান্ডোদের ভূয়সী প্রশংসা করেন।

নর্দার্ন কমান্ডের পর সেনাপ্রধান ওয়েস্টার্ন কমান্ডও পরিদর্শন করবেন বলে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা। সেনাবাহিনীর পাকিস্তান সংলগ্ন এ কমান্ডগুলো জেনারেল সুহাগের পরিদর্শনে ওই অঞ্চলে ভারতের সর্বোচ্চ সামরিক প্রস্তুতিরই জানান দিচ্ছে।

গত ১৮ সেপ্টেম্বর কাশ্মীরের উরি সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলা ১৮ ভারতীয় সৈন্য নিহত হওয়ার প্রেক্ষিতে নয়াদিল্লি-ইসলামাবাদ সম্পর্কে উত্তেজনা এখন চরমে। দু’পক্ষই সীমান্তে সেনা মোতায়েন ও তৎপরতা বাড়িয়েছে। দফায় দফায় যুদ্ধবিমানের মহড়া চালাচ্ছে পাকিস্তান। আর ভারতও প্রস্তুত করছে তাদের যুদ্ধবিমানকে।

দু’পক্ষের মধ্যে বাকযুদ্ধের মধ্যে গত ২৭ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, ইসলামাবাদে অনুষ্ঠেয় সার্ক শীর্ষ সম্মেলন বয়কট করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এরপর ২৮ সেপ্টেম্বর রাতে নিয়ন্ত্রণ রেখার ওপারে পাকিস্তান ভূ-খণ্ডের ২ কিলোমিটার ভেতরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক (সুনির্দিষ্ট টার্গেটে হামলা) চালায় ভারতীয় সামরিক বাহিনী। এতে দুই পাকিস্তানি সৈন্য ও ৩৮ জঙ্গি নিহত হয়। এরপর ২৯ সেপ্টেম্বর দিনগত রাতে পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়, তাদের সেনাবাহিনীর পাল্টা আঘাতে ১৪ ভারতীয় সৈন্য নিহত হয়েছে, এমনকি তারা আটকও করেছে এক ভারতীয় সৈন্যকে। যদিও তা নাকচ করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৬
এইচএ/

আরও পড়ুন
** ভারত-পাকিস্তান সীমান্তে ৪ ঘণ্টা গুলিবিনিময়

** পাক-ভারত পরমাণু যুদ্ধের শুরুতেই মরবে ২ কোটি
** যেকোনো আগ্রাসন প্রতিরোধ করা হবে: নওয়াজ শরিফ​
** পাকিস্তানের দাবি ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বললো ভারত
** পাকিস্তানের হামলায় ১৪ ভারতীয় সৈন্য নিহত, দাবি পাকিস্তানের
** নওয়াজকে পাত্তা দিলো না পাক সামরিক বাহিনী
** ‘হামলা হয়েছে পাকিস্তানের ২ কি.মি. ভেতরে ঢুকে’
** চূড়ান্ত লড়াইয়ের পদধ্বনি! সীমান্তে গ্রাম খালি করছে ভারত
** পাকিস্তানে কমান্ডো হামলার ভিডিও প্রকাশ করবে ভারত
** ভারতের হামলাকে ‘নগ্ন আগ্রাসন’ বলছে পাকিস্তান
** পাকিস্তান সীমান্তে ভারতের হামলায় নিহত ৪০, নওয়াজের নিন্দা
** ভারতীয় সীমান্তে গোলাগুলিতে ২ পাকিস্তানি সৈন্য নিহত​
** ভারত-পাকিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।