ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ফ্লোরিডা অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৩ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৬
ফ্লোরিডা অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি

ঢাকা: হারিকেন ‘ম্যাথিউ’কে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

 

বৃহস্পতিবার (৬ অক্টোবর) জরুরি অবস্থা জারি সংক্রান্ত একটি নির্দেশনা পত্রে সই করেছেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা।

হোয়াইট হাউজের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, হারিকেন ম্যাথিউ বর্তমানে গ্র্যান্ড বাহামা দ্বীপপুঞ্জের পাশ ঘেষে এগুচ্ছে। ধারণা করা হচ্ছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (০৬ অক্টোবর) বিকেল বা সন্ধ্যা নাগাদ ঘণ্টায় ১৮৫ কিলোমিটার বেগে ধেয়ে আসা ক্যাটাগরি-৪ এর এই ঝড়টি ফ্লোরিডায় সরাসরি আঘাত হানবে। সেখানে এর আঘাত হবে আরও শক্তিশালী।

এদিকে ম্যাথিউ’র আঘাতের বিষয়ে নগরবাসীকে সতর্ক করেছে স্থানীয় প্রশাসন। নগরবাসীকে সমুদ্র ও এর আশপাশের এলাকা থেকে নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশনা দেওয়া হয়েছে।

ক্ষয়ক্ষতি ও প্রাণহানি থেকে নগরবাসীকে উদ্ধার করতে দেশটির প্রায় সাড়ে ৩ হাজার উদ্ধারকর্মী কাজ করছে।

এর আগে হাইতিসহ ক্যারিবিয়ান সাগর অঞ্চলে ধ্বংসযজ্ঞ চালায় হারিকেন ‘ম্যাথিউ’। এতে সবশেষ ১০৮ জনের নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া বহু মানুষ বসতভিটা হারিয়েছেন। প্রবল বন্যায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে পড়েছেন অনেক এলাকার ‍মানুষ।
 
বাংলাদেশ সময়: ০১৩০ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৬
আরএইচএস/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।