ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

প্রাণ দিয়ে সন্তানকে রক্ষা করলেন বাবা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৬
প্রাণ দিয়ে সন্তানকে রক্ষা করলেন বাবা

ঢাকা: চীনের চেচিয়াং প্রদেশে বহুতল একটি আবাসিক ভবন ধসের ১২ ঘণ্টা পর ধ্বংসস্তুপের নিচ থেকে এক জীবিত মেয়ে শিশুকে উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকর্মীরা জানায়, শিশুটিকে জড়িয়ে রেখেছিলেন ২৭ বছর বয়সী তরুণ বাবা।

তার উপড় ভবনের দেয়ালগুলো ভেঙে পড়ায় তিনি মারা যান।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, জীবিত উদ্ধার ওই শিশুর নাম উ নিংসি। তাকে তার বাবা এমনভাবে আগলে রেখেছিল যাতে তার কোনো ক্ষতি না হয় এবং সেটিই ঘটেছে। নিংসি সামান্য আঘাত পেয়েছে। তবে তার মায়ের ভাগ্যে কি ঘটেছে এখনও তা জানা যায়নি।

স্থানীয় সময় সোমবার (১০ অক্টোবর) সকালে এ ভবন ধসের ঘটনা ঘটে। সবশেষ এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ জন।

দেশটির সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত ২৮ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।

ভবন ধসের ঘটনায় তদন্ত চলছে বলেও জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৬
আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।