ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে স্প্যানিশ কূটনীতিকের রহস্যজনক মৃত্যু

‌আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৬
পাকিস্তানে স্প্যানিশ কূটনীতিকের রহস্যজনক মৃত্যু

ঢাকা: পাকিস্তানে নিযুক্ত স্পেনের কূটনীতিক জন জেনারের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের মৃতদেহ তার ইসলামাবাদের বাসায় শনাক্ত করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) স্থানীয় পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোকে এ তথ্য জানায়।

জন জেনার রাজধানী ইসলামাবাদের এফ-২ বাসভবনে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি এখনও নিশ্চিত করতে পারেনি দায়িত্বশীল কোনো সূত্র।

পুলিশ বলছে, নিহত জন জেনারের মরদেহের পাশ থেকে ৩৮ বোর পিস্তল জব্দ করা হয়েছে। তিনি ইসলামাবাদে গত ৩৪ বছর থেকে বসবাস করে আসছিলেন।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।