ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

মুম্বাইয়ে ভবন ধসে ৪ শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৬
মুম্বাইয়ে ভবন ধসে ৪ শিশু নিহত ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের মুম্বাইয়ের বিহরামপাদায় একটি বহুতল ভবন ধসে ৪জন নিহত এবং বেশকয়েকজন আহত হয়েছেন। নিহতদের চারজনই শিশু।

 

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে এ ভবন ধসের ঘটনা ঘটে।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, নিহতদের চারজনের বয়স এক থেকে ১৪ বছরের মধ্যে। তাদের মধ্যে দুইজন ছেলে শিশু এবং দুইজন মেয়ে শিশু। এছাড়া ধসে পড়া ভবনটির নিচে আটকে রয়েছেন বেশ কয়েকজন। তাদের উদ্ধারে কাজ করছে স্থানীয় উদ্ধারকর্মীরা।

ধারণা করা হচ্ছে এ ঘটনায় এখনো অন্তত নয়জন নিখোঁজ রয়েছেন।  

প্রাথমিকভাবে ভবন ধসের কারণ জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৬
আরএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।