ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে পদদলিত হয়ে নিহত বেড়ে ১৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৬
ভারতে পদদলিত হয়ে নিহত বেড়ে ১৯

ঢাকা: ভারতের বেনারস শহরে ধর্মীয় একটি সমাবেশে অংশ নিতে যাওয়ার সময় পদদলিত হওয়ায় ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯।

শনিবার (১৫ অক্টোবর) রাজঘাট ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় রাজ্য পুলিশের বরাত দিয়ে এ  তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ধর্মীয় সমাবেশে অংশগ্রহণের উদ্দেশে অসংখ্য লোক বেনারসের দিকে যাচ্ছিলেন। এ সময় বেনারস ও চানডাউলির মাঝামাঝি স্থানে এ পদদলিত হওয়ার ঘটনা ঘটে।

এদিকে, এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

** ভারতে পদদলিত হয়ে নিহত ১২

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৬
আরএইচএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।