ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ক্যামেরুনে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৫৩

‌আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৩ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৬
ক্যামেরুনে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৫৩

ঢাকা: আফ্রিকান দেশ ক্যামেরুনে ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ৫৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ৩০০ যাত্রী।

শুক্রবার (২১ অক্টোবর) বাংলাদেশ সময় গভীররাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়। অতিরিক্ত যাত্রীবহনের কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে বলে প্রাথমিকভাবে বলা হচ্ছে।

ট্রেনটি ক্যামেরুনের দু’টি বড় শহরের মধ্যে যাতায়াত করতো। দেশটির পরিবহনমন্ত্রী এ্যাডজার অ্যালেইন মিবি ন্যাগো বলেন, শুক্রবার রাজধানীর ইয়াউন্ডি থেকে ১২০ কিলোমিটার পশ্চিমে কেন্দ্রীয় শহর এসিকার কাছে দুর্ঘটনাটি ঘটে।

রেলওয়ের কর্মকর্তারা জানান, ট্রেনটিতে স্বাভাবিক যাত্রীর ধারণ ক্ষমতা ৬০০ যাত্রী। সেখানে ১ হাজার ৩০০ জন যাত্রীবহন করে যাচ্ছিলো।

ওই ট্রেনের যাত্রী জোয়েল বিনিলি জানান, দুর্ঘটনাস্থলে তিনি তিনজনের কাটা মরদেহ দেখতে পেয়েছেন।

এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্ঘটনা ছবি ছড়িয়ে পড়েছে। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা এবং স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করেন।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।