ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

মালয়েশিয়ার সুলতানাহ আমিনাহ হাসপাতালে আগুন, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
মালয়েশিয়ার সুলতানাহ আমিনাহ হাসপাতালে আগুন, নিহত ৫

ঢাকা: মালয়েশিয়ার সুলতানাহ আমিনাহ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আইসিইউতে থাকা অন্তত পাঁচজন রোগী দগ্ধ হয়ে মারা গেছেন।

স্থানীয় সময় মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ করছে স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা। সেই সঙ্গে হাসপাতালটিতে থাকা রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে ফেলা হচ্ছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, অকগ্নিকাণ্ডের সময় আইসিইউতে ১৩ জন  রোগী ছিল।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

বাংলাদেশ সময়: ০৯৪৯ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।