ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

নিউইর্য়কে গাড়ি চাপায় বাংলাদেশি শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
নিউইর্য়কে গাড়ি চাপায় বাংলাদেশি শিশুর মৃত্যু

ঢাকা: নিউইর্য়কের বাফেলো শহরে গাড়ির ধাক্কায় তাসফিক তোফা (৪) নামে এক বাংলাদেশি শিশুর মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (২৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিকামোড় স্ট্রিটে এ দুর্ঘটনা ঘটে।

 

তাসফিক তার বাবা-মার সঙ্গে সেখানে থাকতো। তার বাবার নাম তুফায়েল আহমেদ।

প্রতক্ষ্যদর্শীরা জানায়, তাসফিক ও তার মা রাস্তা পাড় হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এ সময় একটি গাড়ি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে তোফার মৃত্যুতে শোক জানিয়েছে দেশটিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যরা।

আব্দুল খান নামে একজন বলেন, তোফা চঞ্চল ছিল। তাকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করলে সে সেটির ঠিক জবাব দিতো।

দুর্ঘটনার বিষয়টি তদন্ত করছে স্থানীয় পুলিশ।

বাংলাদেশ সময়: ১০২৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।