ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় বিদ্যালয়ে বিমান হামলা, শিক্ষার্থীসহ নিহত ২৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
সিরিয়ায় বিদ্যালয়ে বিমান হামলা, শিক্ষার্থীসহ নিহত ২৬

ঢাকা: সিরিয়ার ইদলিব প্রদেশে একটি বিদ্যালয়ে বিমান হামলার ঘটনা ঘটেছে। এতে বেশকিছু শিক্ষার্থীসহ অন্তত ২৬ জন বেসামরিক লোকজন নিহত হয়েছে।

 

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউমেন রাইটসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

সংগঠনটি জানায়, প্রদেশটির হাস গ্রামে এ হামলার ঘটনা ঘটে।  

সংগঠনটির প্রধান আব্দেল রহমান জানান, রাশিয়ার যুদ্ধ বিমান এ হামলা চালিয়েছে এবং নিহতদের মধ্যে অধিকাংশই শিক্ষার্থী।

এ বিষয়ে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভিতালি চুরকিন বলেন, এটি ভয়ঙ্কর ঘটনা। আমি আশা করি এ ঘটনায় আমরা জড়িত নই।  

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, অক্টোবর ২৭,২০১৬
আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।