ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২৫ ছবি: সংগৃহীত

ঢাকা: মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের একটি শহরে দু’টি সশস্ত্র সংগঠনের মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত হয়েছে। এদের মধ্যে ছয়জনই সশস্ত্র পুলিশ।

আফ্রিকার অশান্ত দেশটির বাম্বারি শহরে দু’দিনের সংঘর্ষে এ প্রাণক্ষয়ের ঘটনা ঘটে। দেশটিতে দায়িত্বরত জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের শনিবার (২৯ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।  

বিবৃতিতে জানানো হয়, শুক্রবার সকালে একটি সশস্ত্র সংগঠনের অতর্কিত হামলায় ৬ পুলিশ ও চার বেসামরিক লোক নিহত হন। এর আগে বৃহস্পতিবার দু’টি সাম্প্রদায়িক সশস্ত্র গ্রুপের মধ্যে সংঘর্ষে ১৫ জন নিহত হয়।

২০১৩ সালের মার্চে দীর্ঘমেয়াদী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া বোজিজের পতনের পর মূলত দেশটি অশান্ত হয়ে পড়ে। তারপর থেকে বোজিজের সমর্থক ও বিরোধী সংগঠনগুলো নানা সময়ে আক্রমণ-পাল্টা আক্রমণে জড়িয়ে প্রাণহানি করেছে।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।