ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইয়েমেনে কারাগারে বিমান হামলায় নিহত বেড়ে ৬০

‌আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
ইয়েমেনে কারাগারে বিমান হামলায় নিহত বেড়ে ৬০

ঢাকা: ইয়েমেনের হোদেইদায় শহরে একটি কারাগারে সৌদি নেতৃত্বাধীন বাহিনীর বিমান হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৬০। নিহতদের মধ্যে কয়েদিসহ নিরাপত্তা কর্মী রয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় সময় শনিবার (২৯ অক্টোবর) এ হামলার ঘটনা ঘটে বলে দেশটির নিরাপত্তা বাহিনী ও হাসপাতাল সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়।

হাসপাতাল সূত্র জানায়, হোদেইদার আল-যায়দিয়া নিরাপত্তা সদর দফতরকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়।

মার্কিন বাহিনীর সমর্থন নিয়ে দেশটিতে জঙ্গি ও সন্ত্রাস দমনের নামে ২০১৫ সালের ২৬ মার্চ থেকে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট বিমান হামলাসহ বিভিন্ন হামলা চালিয়ে আসছে।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
আরএইচএস/টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।