ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে এবার বাড়িতে ঢুকে বোমা হামলা, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
আফগানিস্তানে এবার বাড়িতে ঢুকে বোমা হামলা, নিহত ৪

ঢাকা: আফগানিস্তানের পূর্বাঞ্চলে এবার আদিবাসীদের এক বাড়িতে ঢুকে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে চার বেসামরিক লোক নিহত হয়েছেন।

আহত হয়েছেন কমপক্ষে ছয়জন।

সোমবার (৩১ অক্টোবর) নাঙ্গারহার প্রদেশের জালালাবাদে এ হামলার ঘটনা ঘটে বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। তবে প্রাথমিকভাবে এ হামলার কেউ দায় স্বীকার করেনি।

প্রদেশটির পুলিশ প্রধান হজরত হুসাইন মাশরাকিওয়াল জানান, সোমবার এক বোমারু স্থানীয় আদিবাসীদের এক নেতার বাড়িতে পায়ে হেঁটে ঢুকে বোমা মেরে নিজেকেসহ উড়িয়ে দেয়।

ওই বাড়িতে স্থানীয় আধিবাসী মিটিং চলছিলো। মিটিংকে লক্ষ্য করেই হামলাটি চলানো হয়েছে বলেও জানায় পুলিশ।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।