ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

সাবেক সেনাপ্রধান আউন লেবাননের নতুন প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
সাবেক সেনাপ্রধান আউন লেবাননের নতুন প্রেসিডেন্ট

ঢাকা: সাবেক সেনাপ্রধান মাইকেল আউনকে লেবাননের প্রেসিডেন্ট পদে নির্বাচিত করেছে সেদেশের পার্লামেন্ট। এর মধ্য দিয়ে দেশটিতে প্রেসিডেন্ট পদের আড়াই বছরের শূন্যতার অবসান ঘটলো।

৮১ বছর বয়সী আউন ৮৩ জন সংসদ সদস্যের সমর্থন লাভ করেন। অবশ্য প্রেসিডেন্ট পদে জয়লাভ করতে তার প্রয়োজন ছিলো ৬৫টি ভোট।

লেবাননের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট হবেন দেশটির সংখ্যালঘু ম্যারোনাইট খ্রিস্টান সম্প্রদায় থেকে। ২০১৪ সালের মে মাসে সাবেক প্রেসিডেন্ট মাইকেল সুলায়মানের মেয়াদ শেষ হওয়ার পর থেকেই পদটি ফাঁকা ছিলো।

এরপর ৪৫টি অধিবেশনেও পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন? সে ব্যাপারে একমত হতে পারেনি ১২৮ সদস্যের পার্লামেন্ট।

তবে লেবাননের বৃহত্তম রাজনৈতিক জোটের নেতা সাবেক প্রধানমন্ত্রী সাদ হারিরি মাউকেল আউনকে সমর্থনের ঘোষণা দিলে পরিস্থিতির পরিবর্তন হয়। সাদ হারিরির সমর্থন পাওয়ায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার ব্যাপারে অনিশ্চয়তা কেটে যায় আউনের।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।