ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

সর্বশেষ জনমত জরিপে হিলারিকে পেছনে ফেললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৬
সর্বশেষ জনমত জরিপে হিলারিকে পেছনে ফেললেন ট্রাম্প

ঢাকা: সর্বশেষ জনমত জরিপে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রাট প্রার্থী হিলারি ক্লিনটনকে পেছনে ফেললেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। তবে জনমত জরিপ অনুযায়ী দু’জনের মধ্যে লড়াই চলেছে হাড্ডাহাড্ডি।

সোমবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় (বাংলাদেশ সময় মঙ্গলবার) প্রকাশিত এই ওয়াশিংটন পোস্ট ও এবিসি নিউজ ট্রাকিং পোল এর সর্বশেষ জনমত জরিপ অনুযায়ী ট্রাম্প পেয়েছেন ৪৬ শতাংশ অংশগ্রহণকারীর সমর্থন। পক্ষান্তরে ৪৫ শতাংশ সমর্থন করেছেন হিলারি ক্লিনটনকে।

সর্বশেষ জনমত জরিপে স্বভাবতই উৎফুল্ল ট্রাম্পের সমর্থকরা। পক্ষান্তরে কিছুটা হতাশা নেমে এসেছে ডেমোক্রাট সমর্থকদের মধ্যে।
 
জানা গেছে, হিলারির ই-মেইল ফাঁস এর বিষয়টি নিয়ে এফবিআই এর তদন্তের ঘোষণাতেই পিছিয়ে পড়তে শুরু করেন হিলারি।

‌উল্লেখ্য, ওয়াশিংটন পোস্ট ও এবিসি নিউজ পোল তাদের সর্বশেষ জরিপে তথ্য টেলিফোনে সংগ্রহ পরিচালিত হয় ২৭ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত। এ সময় টেলিফোন ও মোবাইল ফোনে প্রাপ্তবয়স্ক ১ হাজার ৭৭৩ আমেরিকানের মতামত নেয়া হয়।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।