ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

এনডিটিভির সম্প্রচার বন্ধের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৬
এনডিটিভির সম্প্রচার বন্ধের নির্দেশ

ঢাকা: ভারতীয় বেসরকারি টেলিভিশন এনডিটিভি একদিনের জন্য সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানের ঘটনা সরাসরি সম্প্রচারের অভিযোগে টেলিভিশনটিকে এই নির্দেশ দেওয়া হয়।

আগামী ৯ নভেম্বর এনডিটিভির সম্প্রচার ২৪ ঘণ্টা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

শুক্রবার (০৪ নভেম্বর) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।

খবরে বলা হয়, সম্প্রচার নীতি অমান্য করে গত জানুয়ারিতে পাকিস্তান সীমান্তবর্তী ভারতের পাঠানকোট বিমান ঘাঁটিতে সন্ত্রাসীদের হামলা এবং তার পরে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচালিত অভিযান সরাসরি এনডিটিভিতে দেখানো হয়। এমন সংবেদনশীল খবর প্রকাশের অপরাধে চ্যানেলটিকে শাস্তিস্বরূপ এই নির্দেশ দেওয়া হয়।

গত ২ জানুয়ারি পাঠানকোট বিমান ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় সাত ভারতীয় সেনা ও হামলাকারী ছয় জঙ্গি নিহত হন। সন্ত্রাসীরা ভারতীয় সেনাদের পোশাক পরে বিমান ঘাঁটিতে হামলা চালায়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৬/ আপডেট: ১৩৪৯ ঘণ্টা
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।