ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে চিতাবাঘকে পুড়িয়ে মারলো গ্রামবাসী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৬
ভারতে চিতাবাঘকে পুড়িয়ে মারলো গ্রামবাসী

ঢাকা: ভারতের গুজরাটে একটি চিতাবাঘকে পুড়িয়ে মারলো ক্ষুব্ধ গ্রামবাসী। ওই গ্রামের একটি মেয়েকে মেরে ফেলেছিলো চিতাবাঘটি।

গত বুধবার আট বছর বয়সী নিকিতা ভাসভকে হত্যা করে ওই চিতাবাঘটি। পরবর্তীতে বন দফতরের কর্মীরা চিতাবাঘটিকে ফাঁদে ফেলে একটি খাচায় আটকে ফেলে। এক পর্যায়ে ক্ষুব্ধ গ্রামবাসী বাঘটিকে পুড়িয়ে মারে।

এ ব্যাপারে স্থানীয় বন কর্মকর্তা আর এস গাধী জানান, বনকর্মীরা চিতাবাঘটিকে ফাঁদে ফেলে বন্দি করে। কিন্তু ক্ষুব্ধ গ্রামবাসীরা এসে জোরপূর্বক চিতাবাঘটিকে জ্বালিয়ে দেয়।

বিগত কয়েক বছর ধরেই ভারতের মানুষের সঙ্গে বন্যপ্রাণীদের সংঘর্ষের এমন ঘটনা বৃদ্ধি পাচ্ছে।

এর আগেও গত জুলাই মাসে গুজরাটে একটি চিতাবাঘকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে স্থানীয়রা।

গুজরাটে মোট ১৩৯৫টি চিতাবাঘ রয়েছে। ভারতে চিতাবাঘের সংখ্যার দিক দিয়ে এ রাজ্য দ্বিতীয়। তবে বেশির ভাগ চিতাবাঘই মানববসতির কাছাকাছি বসবাস করে।

গত বছর কয়েক ডজন মানুষ নিহত হওয়ার পাশাপাশি শতাধিক ব্যক্তি চিতাবাঘের হামলায় আহত হয় ভারতে।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।