ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

কোনো নারী কমান্ডার ইন চিফ হবেন, ভাবতে পারেন না ট্রাম্প!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৬
কোনো নারী কমান্ডার ইন চিফ হবেন, ভাবতে পারেন না ট্রাম্প! ডোনাল্ড ট্রাম্প ও হিলারি ক্লিনটন

ঢাকা: যে যুক্তরাষ্ট্র নারীর অধিকার আর নারীর ক্ষমতায়ন নিয়ে বিশ্বজুড়ে ‘সবক’ দিয়ে বেড়ায়, সে যুক্তরাষ্ট্রেরই একজন প্রেসিডেন্ট প্রার্থী বলেছেন, তিনি ভাবতে পারেন না, কীভাবে একজন নারী ‘হোয়াইট হাউস’র অধিকর্তা হিসেবে সামরিক বাহিনীর কমান্ডার ইন চিফ পদে দায়িত্ব ‍পালন করবেন।

নারীবিদ্বেষী মানসিকতার এই প্রেসিডেন্ট প্রার্থী যথারীতিই ডোনাল্ড ট্রাম্প।

আর তিনি এই বক্তব্যে ইঙ্গিত করেছেন যথারীতি তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনকে।

বছরের পর বছর ধরে নারীদের কটূক্তি ও খাটো করে আসা ট্রাম্প সম্প্রতি এই কথা বলেছেন নর্থ ক্যারোলিনার একটি সভায়। এ নিয়ে যুক্তরাষ্ট্রের পাশাপাশি বিশ্বজুড়েই রিপাবলিকান এই প্রার্থীর সমালোচনা চলছে।

ট্রাম্প সভায় সামরিক বাহিনীর কর্তাদের উদ্দেশ্য করে বলেন, “যখন আমি এই মহান অ্যাডমিরাল, এই মহান জেনারেল ও মহান মেডেল অব অনার অর্জনকারী কর্মকর্তাদের দেখি, তখন ভাবি তারা তার (হিলারি) পেছনে! আমি আসলে এটা ভাবতে পারি না!”

ট্রাম্প অবশ্য তৎক্ষণাৎ প্রশংসা করার ছলে তার অর্থনৈতিক শক্তির তুলনায়  সেই সামরিক কর্মকর্তাদেরও খাটো করার চেষ্টা করেন।  

তিনি বলেন, “তারা আমার চেয়ে অনেক সাহসী। তারা যা করেছেন, আমি তা করতে পারিনি। তবে আমি অন্যক্ষেত্রে সাহসী...অর্থনৈতিকভাবে সাহসী- অনেক বড় ব্যাপার, ঠিক না?”

সভায় ইমেইল ফাঁস এবং কেন্দ্রীয় তদন্ত অধিদফতরের (এফবিআই) কার্যক্রম নিয়েও হিলারিকে ‍আক্রমণ করেন ট্রাম্প।

বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।