ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

হিলারির কম্পিউটার চুরির অভিযোগে যুবক আটক 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৬
হিলারির কম্পিউটার চুরির অভিযোগে যুবক আটক 

ঢাকা: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হিলারি ক্লিনটনের ব্যক্তিগত কম্পিউটার চুরির অভিযোগে এক যুবককে আটক করেছে দেশটির পুলিশ।  

ধারণা করা হচ্ছে, কম্পিউটারগুলোতে হিলারির নির্বাচনী প্রচারণার গুরুত্বপূর্ণ নথিপত্র ছিলো।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, ফিলাডেলফিয়ায় একটি এসইউভি (স্পোর্ট ইউটিলিট ভেহিক্যাল) থেকে বহনযোগ্য কম্পিউটারগুলো চুরি হয়। এ ঘটনায় ডায়মন্ড স্ট্রিটের ৫০০ ব্লকের একটি বাসায় অভিযান চালিয়ে কম্পিউটারগুলো উদ্ধার করা হয়। এ সময় ২৭ বছর বয়সী এক যুবককে আটক করে পুলিশ।  

পুলিশ জানায়, এর আগে আটক ওই যুবকের বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার বেশ কয়েকটি অভিযোগ ছিলো। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে চার্জ গঠনের প্রক্রিয়া চলছে।

হিলারির নির্বাচনী প্রচারণায় কাজে অংশ নেওয়া চার ব্যক্তি ওই চুরির ঘটনায় জড়িত এমন সন্দেহে গত শুক্রবার (০৪ নভেম্বর) থেকে তদন্তে নামে পুলিশ।

হিলারির পেনসিলভানিয়ায় প্রেস সেক্রেটারি স্টিফানি ফরমাস বলেন, চুরি যাওয়া জিনিসগুলো অত্যন্ত ব্যক্তিগত।  

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৬
আরএইচএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।