ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিক ভোটগ্রহণ চলছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৬
যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিক ভোটগ্রহণ চলছে

অবশেষে শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ। দেশটির ৫০টি অঙ্গরাজ্যে এ ভোটগ্রহণ শুরু হয়। আশা করা হচ্ছে, নির্বাচনে প্রায় ১২ কোটি মানুষ ভোট দিয়ে নির্বাচিত করবেন তাদের পছন্দের প্রেসিডেন্ট প্রার্থীকে।

ঢাকা: অবশেষে শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ। দেশটির ৫০টি অঙ্গরাজ্যে এ ভোটগ্রহণ শুরু হয়।

আশা করা হচ্ছে, নির্বাচনে প্রায় ১২ কোটি মানুষ ভোট দিয়ে নির্বাচিত করবেন তাদের পছন্দের প্রেসিডেন্ট প্রার্থীকে।

স্থানীয় সময় মঙ্গলবার (৮ নভেম্বর) সকাল ৬টা (বাংলাদেশ সময় বেলা ৫টা) থেকে এ ভোটগ্রহণ শুরু হয়েছে। শেষ হবে রাত ৮টার মধ্যে। তবে আইওয়া এবং নর্থ ডেকোডা অঙ্গরাজ্যে ভোটগ্রহণ চলবে রাত ৯টা পর্যন্ত।

এদিকে, এই নির্বাচনকে ঘিরে পুরো বিশ্বজুড়ে আগ্রহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। সবাই তাকিয়ে- কে হতে যাচ্ছেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ভবন হোয়াইট হাউজের পরবর্তী চার বছরের অধিকর্তা।

দুনিয়া কাঁপানো এ নির্বাচনে লড়াই করছেন ডেমোক্র্যাটিক প্রার্থী হিলারি ক্লিনটন এবং রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে লড়ছেন ডোনাল্ড ট্রাম্প। হিলারি গাধা ও ট্রাম্প হাতি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনের আগে তিন পর্বের বিতর্ক থেকে শুরু করে বেশ কয়েকটি ধাপ পেরোতে হয়েছে এই দুই প্রার্থীকে। এ সময় উঠে এসেছে নানা বিতর্ক। নির্বাচন নিয়ে হয়েছে নানা জরিপ। জরিপের ফলাফলে কখনও এগিয়ে ছিলেন হিলারি, আবার কখনও ট্রাম্প। তাই নিশ্চিত করে বলা যাচ্ছে না, কে হচ্ছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট?

তবে যেই প্রেসিডেন্ট হোক, তাকে পেতে হবে ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে অন্তত ২৭০টি ইলেকটোরাল ভোট। প্রয়োজনীয় সংখ্যক ইলেকটোরাল ভোটের লক্ষ্যে চলছে এখন হিলারি-ট্রাম্পের ভোটের লড়াই।

আরও পড়ুন...

**  ডিক্সভিল নচে ট্রাম্পের দ্বিগুণ ব্যবধানে হিলারির জয়

** যে ৬ উপায়ে বিজয়ী হতে পারেন ট্রাম্প
** ডিক্সভিল নচে ট্রাম্পের দ্বিগুণ ব্যবধানে হিলারির জয়

** রোড টু ২৭০ ইলেকটোরাল কলেজ

** যেখানে ভোট দেবেন হিলারি-ট্রাম্প

** রয়টার্স বলছে- হিলারি জেতার সম্ভাবনা ৯০ শতাংশ

**কয়েক ঘণ্টা পরেই ভোটগ্রহণ যুক্তরাষ্ট্রে

** জেনে নিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন প্রক্রিয়া

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
আরএইচএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।